ফোন কথা কবিতা, প্রেমালাপ

রম্য রচনা (জুলাই ২০১৪)

biplobi biplob
  • ১৪
  • ৩৩
হ্যালো তুমি কে আছো ফোনে,
আমি। বলব কথা আজ তোমার সনে,
কে তুমি?যেনে নাও না তুমি মনে মনে,
ফোন দিয়েছ তুমি কোন খানে।।

ঠিক আছে আমার ফোনটাই,
না ভুল। আজি তোমায় বলব আমি হাই,
কি বলে। খাতা কলম কোথায় যেন পাই,
কি আবোল তাবোল বলে যাচ্ছেন ভাই।।

শরীরটা মোর কেমন কেমন করে,
কি করে । যানি না সে কোন দেবতার বরে,
হায় হায় ! চাঁদের আলো লাগল বুঝি ঘরে,
আমার প্রেমে যে জন পড়ে মরে।।

আসলে তুমি গোঁড়ায় বুঝি এখন,
কোন খানে। আরেকটু যাই না সোনা বুঝবে তুমি তখন,
আচ্ছা যাও। মেলনা তুমি-তোমার জোড়া পেখম,
এইবার বুঝি হবে তুমি জখম।।

গিয়েছ কি কখনো তুমি হেতা,
কোথা । ফুলবন রয়েছে এখন যেথা,
পার্কে। সেথায় বসে বলব মোরা কথা
আছে মনে হয় ললাটে তোমার ব্যথা।।

মনটা তোমায় চুমু দিতে চায়,
চোখ’তো কাটলেই। আরেকটু কাছে যদি পায়,
আচ্ছা। রাজি তুমি হও যদি তায়,
মরি আমি লাজে হায় হায়।।

তোমার সাথে প্রেম করিতে চাই,
প্রেম। হবে কি প্রেম সাগরে ঠাই,
হবে হবে। অন্য কিছু আমি চাই নাই,
ফোনটা এখন রাখি গুড বাই।।

আজকে আমি কখনো হারব না,
হারবেনা। সকল রাস্তা আছে আমার জানা,
তাই নাকি। তোমায় নিয়ে গড়ব আমি ছানা,
তা করোনা এতে আমার মানা।।

গুটিয়ে চুটিয়ে নাকি লুটিয়ে প্রেম করি,
তোমার যেভাবে ইচ্ছা।এবার আমি তোমায় জড়িয়ে ধরি,
এখানে না। মন মানে না এখন কি যে করি,
তোমার জন্য লাজে আমি মরি।।
রজনীগন্ধা ফুটিয়াছে দেখ ঐ কাননে,
দেখিতেছি। রাম ধনু আজি উঠিল কেন পূর্ব গগনে,
কেন। শুভ দিন আসেছে আবার বোধ হয় ফাগুনে,
কি যেন দেখিতেছি আমি স্বপনে।।

প্রেম করিতে করিতে আজি অনেক বছর গেল,
প্রায় পাঁচ বছর। তোমার আমার মিলেনের বুঝি এই সময় হল,
উপযুক্ত। মনটা বুঝি তোমায় আবার আপন করে পেল,
এত কথা বলে আবার করছ কেন গুলো।।

অনেক বছর তোমায় ভালবাসিলাম,
হ্যাঁ বাসলে। এইবার বুঝি আমি আস্ত ফাঁসিলাম,
তা তো হবে। কেন আমি এই প্রেম সাগরে ডুব দিলাম,
অনেক দিন পর তোমায় জড়িয়ে ধরিলাম।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Pan Kouri Darun likasan biplob bi, valo laga roylo.
Pan Kouri Darun likasan biplob bi, valo laga roylo.
biplobi biplob Aponadar shovi k oshonko Dhonnobad, Suvacha, o Krithogota. Valo thakban shovi & thakban golpokobitar sata.
শামীম খান ভাল লাগলো । শুভ কামনা ।
তানি হক ছন্দমিলের দারুণ বোঝাপড়া ... সব মিলিয়ে সুন্দর কবিতাটি । আপনাকে ধন্যবাদ জানাই কবি !
সকাল রয় অনেক অনেক ভালো লাগলো।
মিনতি গোস্বামী ভালো লিখেছেন.আমার গল্প ও কবিতার পাতায় আসার আমন্ত্রণ রইলো.
আপেল মাহমুদ ভালো --- ভালো।
নেমেসিস বিঃদ্রঃ এই ডেঙ্গুর সিজনে প্রেমিক-প্রেমিকার পার্কে যাওয়া মানা। হা-হা-হা।

১৫ জুলাই - ২০১৩ গল্প/কবিতা: ১৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪